সপ্তাহের শেষ দিনে স্বর্ণের দরপতন, বেড়েছে তেলের দাম

0
348

আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়লেও শেষ কার্যদিবসে দরপতন হয়েছে। অন্যদিকে শেষ কার্যদিবসে তেলের দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে কমেছে। গত সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় উত্থান হয়। প্রতি আউন্স ১৭৭৫ ডলার নিয়ে সপ্তাহ শুরু করে স্বর্ণ। সপ্তাহের প্রথম কার্যদিবসে তা বেড়ে ১৭৮৫ ডলারে ওঠে। দ্বিতীয় কার্যদিবসের শুরুতে দরপতন হলে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৭৭৫ ডলারে নেমে যায়। তবে লেনদেনের শেষ দিকে হু হু করে দাম বেড়ে ১৭৯৭ ডলারে ওঠে। তৃতীয় কার্যদিবসেও স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে। এতে ২০১১ সালের সেপ্টেম্বরের পরে প্রথমবার প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮০০ ডলার ছাড়িয়ে যায়। দিনের লেনদেনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮১৮ ডলারে ওঠে। তবে লেনদেন শেষে দাঁড়ায় ১৮১০ ডলারে। চতুর্থ কার্যদিবসেও লেনদেনের শুরুতে স্বর্ণের দাম বাড়তে থাকে। এতে একপর্যায়ে আবার প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮১৫ ডলারে ওঠে। তবে শেষ দিকে দরপতন হওয়ায় ১৮০২ ডলারে দিনের লেনদেন শেষ হয়। সপ্তাহের শেষ কার্যদিবসের শুরুতেও স্বর্ণের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ১৮১০ ডলারে ওঠে। এরপরই চিত্র বদলে যায়। টানা নিচের দিকে নামাতে থাকে স্বর্ণের দাম। দাম কমে ১৭৯৪ ডলারে চলে আসে। শেষ দিকে কিছুটা দাম বাড়লে ১৭৯৮ দশমিক ৯৫ ডলারে থিতু হয় প্রতি আউন্স স্বর্ণের দাম। ফলে ৫০ ঘণ্টার বেশি সময় ধরে ১৮০০ ডলারের ওপর থাকলেও সপ্তাহ শেষে ১৮০০ ডলারের নিচে নেমে আসে স্বর্ণের আউন্স। এরপরও সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বেড়েছে দশমিক ৮৬ শতাংশ। মাসের হিসাবে ৩ দশমিক ৯৯ শতাংশ এবং বছরের ব্যবধানে ২৭ দশমিক ২৫ শতাংশ দাম বেড়েছে। অন্যদিকে ইতিহাসের সর্বোচ্চ দরপতনের কারণে গত ২০ এপ্রিল প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ঋণাত্মক ৩৭ ডলারের নিচে নেমে যায়। রেকর্ড এই দরপতনের পরই অবশ্য তেলের দাম বাড়তে থাকে। গত সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৪০ দশমিক ৩২ ডলার। প্রথম দিনের লেনদেনের শুরুতে দাম বাড়ার এক পর্যায়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৪১ ডলার স্পর্শ করে। দিনের লেনদেন শেষে ৪০ দশমিক ৭৮ ডলারে নেমে আসে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের শুরুতে দরপতন দেখা দিলে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৩৯ দশমিক ৭৮ ডলারে নেমে আসে। শেষ দিকে দাম বেড়ে ৪০ দশমিক ৭৩ ডলার হয়। তৃতীয় কার্যদিবসে প্রতি ব্যারেল তেলের দাম আবার ৪১ ডলারে ওঠে। তবে দিনের লেনদেন শেষ হয় ৪০ দশমিক ৯০ ডলারে। চতুর্থ কার্যদিবসে দরপতন হলে প্রতি ব্যারেল তেলের দাম ৩৯ দশমিক ৬২ ডলারে নেমে আসে। সপ্তাহের শেষ কার্যদিবসে দশমিক ৯৩ ডলার দাম বেড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম থিতু হয় ৪০ দশমিক ৫৫ ডলারে। এর মাধ্যমে একদিনে তেলের দাম বাড়ে ২ দশমিক ৫৫ শতাংশ। এরপরও সপ্তাহের ব্যবধানে তেলের দাম কমেছে দশমিক ২০ শতাংশ। এতে বছরের ব্যবধানে তেলের দাম এখন ৩২ দশমিক ৭০ শতাংশ কম। অবশ্য মাসের ব্যবধানে তেলের দাম ১১ দশমিক ৫৯ শতাংশ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here