প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে দেশে ক্ষুদ্র উদ্যোক্তা বাড়ছে

0
375

তথ্যপ্রযুক্তি সুবিধা বাড়ায় ঘরে বসেই এখন অনলাইন ব্যবসা পরিচালনা করা যাচ্ছে। প্রযুক্তির এ অবারিত সুযোগ কাজে লাগাতে পারায় দেশে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হচ্ছে। তবে শহরের তুলনায় প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র উদ্যোক্তার সংখ্যা কম। গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত ‘অনলাইন প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে এসএমই পণ্যের বিপণন প্রসারণ’ শীর্ষক এক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

সম্মেলনে বক্তারা বলেন, ইন্টারনেট সুবিধা সাশ্রয়ী না হওয়ায় প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন সেখানকার উদ্যোক্তারা। তাই শহরের সমান সুযোগ গ্রামে নিশ্চিত করতে হলে সেখানে ইন্টারনেট খরচ সাশ্রয়ী করতে হবে। গ্রামীণ পর্যায়ে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, তারা একসময় শহরের সমান সুযোগ পেতেন না। কিন্তু এখন পাচ্ছেন। তাদের পণ্য অনলাইনে আসায় বাজার বড় হচ্ছে। দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ৮-১০ হাজার পোস্ট অফিস রয়েছে। এ অফিসগুলো অকেজো হয়ে রয়েছে। যদি সঠিক পরিকল্পনার মাধ্যমে এসব অফিস কাজের উপযোগী করা যায়, তাহলে সেখান থেকে ক্ষুদ্র উদ্যোক্তারা সুবিধা নিতে পারবেন। বিশেষ করে দক্ষ জনবল, প্রযুক্তির সুবিধা ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করা গেলে আরো বেশি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি হবে।

সেমিনারে সরকারের এক কর্মকর্তা জানান, এরই মধ্যে গ্রামাঞ্চলে প্রযুক্তির সুবিধা অবারিত করতে সরকার ইউনিয়ন পর্যায়ে অপটিক্যাল ফাইবার কেবল লাইন সংযুক্ত করার কাজ করছে। এছাড়া সরকারের এটুআই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একই প্লাটফর্মে আনার লক্ষ্যে ‘একশপ’ নামে একটি অনলাইন প্লাটফর্ম চালু করেছে। যেখানে উদ্যোক্তারা তাদের পণ্যগুলো ওয়েবসাইটের মাধ্যমে বিক্রয় করতে পারবেন। এরই মধ্যে ১৬৭ জন উদ্যোক্তা এ প্লাটফর্মে যুক্ত হয়েছেন। বাকি ৫০ জনের নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে।

সেমিনারে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. সিরাজুল হায়দার বলেন, তথ্যপ্রযুক্তির কল্যাণে ব্যবসা সম্প্রসারিত হচ্ছে, বিনিয়োগ বাড়ছে, উদ্যোক্তা তৈরি হচ্ছে। সুতরাং প্রযুক্তির সুবিধা যথাযথভাবে কাজে লাগাতে পারলে আরো বেশি উদ্যোক্তা তৈরি হবে।

তিনি বলেন, বাজার সম্প্রসারণে এসএমই ফাউন্ডেশন নানা বিষয়ে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিচ্ছে। বর্তমানে ৪০ জন উদ্যোক্তা এ প্রশিক্ষণ নিচ্ছেন। এ পর্যন্ত এসএমই থেকে সাড়ে তিন হাজার ব্যক্তি ই-কমার্স প্রশিক্ষণ নিয়েছেন। সেমিনারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া এতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান গোলাম মো. হাসিবুল আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম, এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য আবুল কালাম ভূঁইয়া, বিডি জবসের কর্ণধার একেএম ফাহিম মাশরুর প্রমুখ।

সেমিনারে দেশের বিভিন্ন অঞ্চলের অন্তত শতাধিক ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নিয়ে তাদের সুবিধা-অসুবিধা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here