বান্দরবান (চট্টগ্রাম) : পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে চা চাষ সম্প্রসারণে অগ্রাধিকারের ভিত্তিতে সার্বিক সহায়তা দেয়া হবে। চাষীদের চা আবাদে কারিগরি সহায়তার পাশাপাশি চা চারা বিতরণ, প্রশিক্ষণ ও প্রণোদনা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে এ অঞ্চলে চা উৎপাদন বৃদ্ধিতে বিদ্যমান সহযোগিতা অব্যাহত থাকবে।
বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন “এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস” শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান পার্বত্য জেলায় ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবান চা চাষী কল্যাণ সমবায় সমিতি লি: এর নেতৃবৃন্দের সাথে বান্দরবান সদর উপজেলার সুয়ালকে চা বোর্ড আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম এ কথা বলেন।
বাংলাদেশ চা বোর্ডের উপপরিচালক (পরিকল্পনা) মুনির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ রুহুল আমিন।
এছাড়া অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন ঊর্ধ্বতন পরিকল্পনা কর্মকর্তা ও প্রকল্প পরিচালক সুমন সিকদার।
মতবিনিময় সভায় চা চাষী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মংক্যচিং চৌধুরী ও সহ সভাপতি অধ্যাপক মো.ওসমান গণি বান্দরবান পার্বত্য জেলার চা চাষীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সভায় বান্দরবান পার্বত্য জেলায় চা সম্প্রসারণ আবাদ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান চা বোর্ড চেয়ারম্যান।
জেলায় চা চাষ সম্প্রসারণে চাষীদের সর্বাত্মক সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করেন।
চা বোর্ড চেয়ারম্যান পরবর্তীতে বান্দরবান প্রকল্প এলাকার ক্ষুদ্র চা চাষীদের বাগান, চা পাতা সংগ্রহ কেন্দ্র, চা কারখানা, চা নার্সারি, চা বোর্ড অফিস ক্যাম্পাস পরিদর্শন করেন।