লিংকডইনের ৯২% গ্রাহকের তথ্য চুরির দাবি হ্যাকারের

0
204

আবারও লিংকডইনের গ্রাহকদের যাবতীয় গোপনীয় তথ্য চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৭০০ মিলিয়ন (৭০ কোটি) গ্রাহকের তথ্য হ্যাকারের হাতের নাগালে চলে এসেছে। পরিসংখ্যান বলছে, এই ৭০ কোটি গ্রাহক আসলে লিংকডইনের প্রায় ৯২ শতাংশ ইউজারবেস। জব সার্চিং প্ল্যাটফর্মের অধিকাংশ গ্রাহকের তথ্যই হ্যাকারের কাছে পৌঁছে গেছে। তবে এই ঘটনা সম্পর্কে জানিয়েছে হ্যাকার নিজেই। ব্যবহারকারীর নাম, ই-মেল আইডি, ফোন নম্বর, ঠিকানাসহ আরো গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি সেই হ্যাকারের।

চলতি বছরের শুরুতে যেখানে ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য হ্যাক হয়েছিল, সেখানে এই নতুন লিংকডইন ডাটা ব্রিচে প্রায় ৭০ কোটি ইউজারের তথ্য চলে গেছে হ্যাকারের হাতের নাগালে।

রিস্টোর প্রাইভেসি এবং প্রাইভেসি সার্ক নামে দুটি প্রতিষ্ঠান জানিয়েছে, লিংকডইন ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন প্রগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহার করেই গ্রাহকের গুরুত্বপূর্ণ সব তথ্য হ্যাক করে নিয়েছে হ্যাকাররা।    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here