শেয়ারবাজারে নিম্নমুখী সূচক

0
703

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের দরপতন লক্ষ্য করা যাচ্ছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস প্রথম আধা ঘণ্টায় ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। এ সময় পর্যন্ত সূচকটি অবস্থান করছে ৬০৪২ পয়েন্টে। অপরদিকে সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সকাল সাড়ে ১০টা নাগাদ সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৫ পয়েন্ট।

এদিকে আজ থেকে উঠে গেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের বেঁধে দেওয়া সর্বনিম্ন দাম বা ফ্লোর প্রাইস। ১৫ মাস পর এটি উঠিয়ে নিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বৃহস্পতিবার এটি উঠিয়ে নেওয়া হবে বলে জানায় বিএসইসি। সেটি কার্যকর হয়েছে আজ থেকে। এর প্রভাব কতটা পড়বে তাই এখন দেখার বিষয়।

সকাল সাড়ে ১০টা নাগাদ ২৬১ কোটি টাকার লেনদেন হয়েছে। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬ টির, কমেছে ১৭৯ টির, অপরিবর্তিত আছে ৫২ টির দর।

ডিএসইতে এ সময় পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, বেক্সিমকো, পাইওনিয়ার ইনস্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, ওরিয়ন ফার্মা, ডেলটা ব্র্যাক হাউজিং, প্যারামাউন্ট, সিএনএ টেক্সটাইল, পপুলার লাইফ, লুব-রেফ, রিপাবলিক।

অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২ টির, কমেছে ৭০ টির, অপরিবর্তিত আছে ১৩ টির দর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here