উৎপাদনশীলতা পুরস্কার পেলো ৩১ প্রতিষ্ঠান

0
373

উৎপাদনশীলতায় বিশেষ অবদানের জন্য ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেয়েছে ২৯ শিল্প প্রতিষ্ঠান ও দুই ব্যবসায়ী সমিতি। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিমসহ পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিকে ১৬টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৮টি, ক্ষুদ্র শিল্প ২টি, রাষ্ট্রায়ত্ত শিল্প ৩ টি এবং ট্রেডবডি ও অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে ২টি প্রতিষ্ঠান পুরস্কার পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here