সরকারের খরচ বাঁচবে ১০০ কোটি টাকা

0
566

দেশব্যাপী পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা, সম্মানী, উপবৃত্তি ইত্যাদি নগদ অর্থ ব্যাঙ্ক অথবা মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট হতে উত্তোলনে একটি অভিন্ন ক্যাশ আউট চার্জ নির্ধারণ করতে যাচ্ছে সরকার। বর্তমানে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে এই সব কর্মসূচিতে টাকা পাঠাতে হলে প্রতি ১০০ টাকায় ক্যাশ আউট চার্জ কর্মসূচি ভেদে ৬০ পয়সা থেকে এক টাকা ৮৫ পয়সা পর্যন্ত দিতে হয় মোবাইল ফোন অপারেটরদের। কিন্তু সরকার এই চার্জ কমিয়ে সব কর্মসূচির ক্ষেত্রে অভিন্ন ৭০ পয়সা নির্ধারণ করতে যাচ্ছে। ক্যাশ আউট চার্জ কমানোর ফলে এই কর্মসূচিগুলো বাস্তবায়নে সরকারের ব্যয় প্রায় শত কোটি টাকা কমে যাবে বলে জানা গেছে। অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের এই সেবা ব্যয় পরিশোধ কার্যক্রম পরিচালনা ও মনিটরিংয়ের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা আহ্বান করা হয়। অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ ব্যাংক ও মোবাইল অপারেটরদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়। বিষয়গুলোর মধ্যে রয়েছে- সামাজিক নিরাপত্তা কর্মসূচি উপকারভোগীর ভাতা ইত্যাদি অর্থ মোবাইল ব্যাংক হিসাব হতে উত্তোলনের একটি অভিন্ন ক্যাশ আউট চার্জের পরিমাণ নির্ধারণ। ক্যাশ আউট চার্জ বাবদ সরকারকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, তা পরিশোধ পদ্ধতি নির্ধারণ এবং ক্যাশ আউট চার্জ যথাযথভাবে বাস্তবায়ন ও মনিটরিং করা। এ বিষয়ে জানতে চাইলে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান এই প্রতিবেদককে বলেন, সামাজিক কর্মসূচি পরিচালনার জন্য আমরা একটি অভিন্ন ক্যাশ আউট চার্জ নির্ধারণ করতে যাচ্ছি। এই চার্জ হতে পারে শতকরা ৭০ পয়সা থেকে এক টাকার মধ্যে। আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। জানা গেছে, বর্তমানে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত তিনটি কর্মসূচিতে মোবাইল ক্যাশ আউট চার্জ তিন ধরনের বিদ্যমান রয়েছে। যেমন মাধ্যমিকের উপবৃত্তি দিতে ক্যাশ আউট খরচ হয় ১০০ টাকায় ১ টাকা ৮৫ পয়সা। প্রাথমিকে এই খরচ ১ টাকা ৫০ পয়সা। অন্য দিকে বর্তমানে যে ৫০ লাখ পরিবারে নগদ সহায়তা দিচ্ছে সরকার তাতে ১০০ টাকায় ক্যাশ আউট খরচ ৬০ পয়সা। এখন এই খরচ সব ক্ষেত্রে শতকরা ৭০ পয়সায় নামিয়ে আনতে চায় সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here