প্রবাসী ও বিদেশিরাও কিনতে পারবেন বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ড

0
416

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে বিদেশি ও প্রবাসী বাংলাদেশিদের বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ড কেনার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তফসিলি ব্যাংকগুলোর কাছ থেকে এসব মিউচ্যুয়াল ফান্ড কিনতে পারবেন প্রবাসী ও বিদেশিরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সাকুর্লার জারি করেছে। এতে বলা হয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদিত যেকোনো ফান্ড কিনতে পারবেন বিদেশি ও প্রবাসীরা। তবে ফান্ড কেনার ১৪ দিনের মধ্যে তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। ওই ফান্ডের লভ্যাংশ কর প্রদানের পর সংশ্লিষ্ট টাকা অ্যাকাউন্টে পাঠানো যাবে। সার্কুলারে আরও বলা হয়েছে, বাংলাদেশিদের কাছে সহজে মালিকানা বিক্রি করতে পারবেন প্রবাসী ও বিদেশিরা। মালিকানা বিক্রির পরও তা কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। আর এসব কার্যক্রমের যাবতীয় নিয়মনীতি পরিপালনের বিষয়টি নিশ্চিত করবে সংশ্লিষ্ট ব্যাংক। অনেকদিন থেকেই পুঁজিবাজার চাঙ্গা করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ নিচ্ছে বিএসইসি। বিশেষ করে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নীতি সংশোধনের জন্য সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকে চিঠি পাঠায় বিএসইসি। চিঠিতে প্রবাসী ও বিদেশিদের বেমেয়াদি মিউচ্যুয়াল ফান্ড কেনার সুযোগ দেওয়ার জন্য বলা হয়। বিএসইসির চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই সুবিধা উন্মুক্ত করলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here