NewIncredible offer for our exclusive subscribers!Read More
Bangladesh Business Tourism Travel & Sport বাংলা

করোনা-পরবর্তী সময়ে অভ্যন্তরীণ পর্যটক হবে বড় শক্তি

  • July 18, 2020
  • 1 min read
করোনা-পরবর্তী সময়ে অভ্যন্তরীণ পর্যটক হবে বড় শক্তি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে পর্যটনশিল্প পুনরুদ্ধারে আমাদের অভ্যন্তরীণ পর্যটক একটি বড় শক্তি হিসেবে পরিগণিত হবে। অভ্যন্তরীণ পর্যটকদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় মাতৃভূমির দেশীয় পর্যটন আকর্ষণ ও গন্তব্য সম্পর্কে সচেতনতা তৈরি ও তাদের আস্থার জায়গা তৈরিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী ও পর্যটন খাতের অন্য অংশীদারগণ একটি বড় ভূমিকা রাখবেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে দেশের ৬৪টি জেলার সঙ্গে পৃথকভাবে আয়োজিত অনলাইন কর্মশালা সিরিজের মাধ্যমে স্থানীয় পর্যায়ের পর্যটন অংশীদারগণের সঙ্গে পর্যটন উন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় ও কর্মপরিকল্পনা শেয়ার করার সুযোগ তৈরি হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, এ কর্মশালা সিরিজের অন্যতম উদ্দেশ্য হলো পর্যটন সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর অংশীদারিত্ব বৃদ্ধিকরণ। এছাড়াও এই কর্মশালা আয়োজনের অন্য লক্ষ্যগুলো হলো— বাংলাদেশের পর্যটক আকর্ষণীয় স্থানের সুষ্ঠু ব্যবস্থাপনা; নতুন পর্যটন আকর্ষণীয় স্থান চিহ্নিতকরণ, সংরক্ষণ ও উন্নয়ন; পর্যটন খাতে স্থানীয় পর্যায়ের বেসরকারি বিনিয়োগ উদ্বুদ্ধকরণ; স্থানীয় উন্নয়ন কার্যক্রমে পর্যটনকে অন্তর্ভুক্তিকরণ; কোভিড-১৯ পরবর্তী সময়ে পর্যটনশিল্প পুনঃউদ্ধারের কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিতকরণ; হোটেল, মোটেল, রিসোর্ট, সাফারী পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, পর্যটন কেন্দ্র ইত্যাদি পরিচালনার জন্য অনুসরণীয় পদ্ধতি বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও পর্যটন কর্মীগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।

About Author

Business Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.