পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগে আরও ছাড়

0
275

অপ্রদর্শিত আয়ের টাকা পুঁজিবাজারে বিনিয়োগের যে সুযোগ দেওয়া হয়েছিল এবারের বাজেট প্রস্তাবে, তা আরও শিথিল করা হয়েছে। আগামী অথর্বছরের বাজেট প্রস্তাবে বিনিয়োগের টাকা তিন বছর বাজারে ধরে রাখার (লক-ইন) শর্ত দেওয়া হয়েছিল। দুই বছর কমিয়ে এখন শুধু এক বছর করা হয়েছে। আজ সোমবার অর্থবিল ২০২০ পাস হওয়ার সময় তা শিথিল করা হয়। বাজেট প্রস্তাবে কোনো জরিমানা ছাড়া শুধু ১০ শতাংশ কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ প্রস্তাব দেন অর্থমন্ত্রী। অর্থনীতির মূলধারায় অর্থের প্রবাহ বৃদ্ধির স্বার্থের কথা বলে অর্থমন্ত্রী প্রস্তাবটি দিয়েছিলেন। সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিজের ক্ষেত্রেও একই সুযোগ রাখা হয়। বলা হয়, অবৈধভাবে অর্জিত অর্থ এসব খাতে বিনিয়োগ করলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বা সরকারের অন্য কোনো দপ্তর টাকার উৎস জানতে চাইবে না। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে শুধু শর্ত ছিল তিন বছর ধরে রাখার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এমনকি নিয়ন্ত্রক সংস্থা বালাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও (বিএসইসি) লক-ইনের শর্ত পুরোপুরি তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। কাল মঙ্গলবার বাজেট পাস হওয়ার কথা রয়েছে। ১ জুলাই বুধবার থেকে নতুন বাজেট কার্যকর হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here