বিমানকে ১০০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সোনালী ব্যাংক

0
231

বিমান বাংলাদেশকে চলতি মূলধন হিসেবে ১ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে সোনালী ব্যাংক। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সোনালী ব্যাংক। জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় এক মাসের বেশি সময় ধরে ডানা গুটিয়ে বসে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বহরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থার ১৮টি উড়োজাহাজ অলস বসে আছে। বসে থাকলেও উড়োজাহাজগুলোর রক্ষণাবেক্ষণ খরচ, কমর্চারীদের বেতনসহ অন্যান্য খরচ রয়েই গেছে। তাই বিমানকে বাঁচাতে ১৫০০ কোটি টাকার ঋণের আবেদন করে বিমান কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ১ হাজার কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয় সোনালী ব্যাংক। ব্যাংকটি জানায়, প্রতিকূল পরিবেশের মধ্যেও নিয়মিতভাবে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হচ্ছে। যুগান্তকারী বিভিন্ন সময়োপযোগী সিদ্ধান্ত পর্ষদ সভায় ইতিমধ্যে গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত আর্থিক প্রণোদনার আওতায় বিমান বাংলাদেশকে চলতি মূলধন হিসেবে ১ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিল্প, কৃষি, ব্যবসা ও বাণিজ্য খাতে আর্থিক প্রণোদনার জন্য আবেদন প্রস্তাব যাচাই করে কেন্দ্রীয় ব্যাংকে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। ঝুঁকির মধ্যেও সোনালী ব্যাংকের দেশব্যাপী ১ হাজার ২২২টি শাখার মাধ্যমে জরুরি ব্যাংকিং সেবা চালু রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here