দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়াল ‘নগদ’

0
322

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’ এর দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে।শনিবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তথ্য জানান। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার স্ট্যাটাসে বলেন, ‘আমরা গর্বের সঙ্গে ঘোষণা করছি, ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। স্মরণ করতে পারি গত বছরের ২৬ মার্চ আমাদের যাত্রা শুরু হয়েছিল। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’ বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সহযোগী হিসেবে ২০১৯ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘নগদ’। পথচলা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে ‘নগদ’ মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। মাত্র ১০ মাসের পথ চলায় ‘নগদ’ এর উদ্যোক্তার সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এ ছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (১৪ টাকা ৫০ পয়সা) ও প্রতি হাজারে ৫ টাকা ক্যাশ-ব্যাক দিয়ে গ্রাহকদের কাছে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে ‘নগদ’।

Source – Jugantor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here