NewIncredible offer for our exclusive subscribers!Read More
Business Economy World বাংলা

ফের ঘনাচ্ছে বিশ্বমন্দার মেঘ সিমেন্সে ছাঁটাই ১০ হাজার কর্মী

  • June 16, 2019
  • 1 min read
ফের ঘনাচ্ছে বিশ্বমন্দার মেঘ সিমেন্সে ছাঁটাই ১০ হাজার কর্মী

চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ, তেলের দাম নিয়ে রশি টানাটানিসহ নানা কারণে বিশ্ব অর্থনীতিতে আবারও ঘনাচ্ছে মহামন্দার মেঘ। এরই মধ্যে লোকসান গুনতে গুনতে হতাশ হয়ে পড়েছে অনেক কোম্পানি। এর মধ্যে অন্যতম জার্মানির বিখ্যাত শিল্পসামগ্রী প্রস্তুতকারী সংস্থা সিমেন্স।

জ্বালানি তেল, গ্যাস ও শক্তি উৎপাদনের ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি এবং উন্নয়নের অজুহাত দিয়ে অন্তত ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। সিমেন্সের সিইও জো কাইজার জানিয়েছেন, প্রতিষ্ঠানের মুনাফা বাড়াতে একদিকে যেমন ব্যয় সংকোচনের দিকে নজর রাখতে হচ্ছে, তেমনই ফ্যাক্টরি অটোমেশন, শক্তি উৎপাদন পরিকাঠামো ক্ষেত্র এবং উচ্চগতিবেগসম্পন্ন ট্রেন তৈরির মতো ব্যবসার ক্ষেত্রে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। advertisement

২০২৩ সালের মধ্যে ২২০ কোটি ইউরো ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে জন্যই ১০ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। কাইজার জানান, এখন কর্মী ছাঁটাই করলেও সিমেন্স ২০২৩ সালে ২০৫০০ নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে তারা আশাবাদী। ২০১৮ সালে ২০২ কোটি ইউরো লাভ করতে পারলেও চলতি বছরের প্রথম তিন মাসে সংস্থার লাভের পরিমাণ দাঁড়িয়েছে ১৯২ কোটি ইউরোতে। এদিকে একই পরিস্থিতির মুখোমুখি বোস্টনের জেনারেল ইলেকট্রিক এবং জাপানের মিৎসুবিশিও। সেখানেও কর্মী ছাঁটাই হতে পারে বলে শোনা যাচ্ছে। অথনীতিবিদরা বলছেন, ২০১৮ সালে বিশ্বজোড়া আর্থিক মন্দার রেশ চলতি বছরেও অনুভূত হচ্ছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রে সামগ্রিক আর্থিক মন্দার আশঙ্কা জানিয়ে কিছুদিন আগেই সাবধান করেছেন মার্কিন অর্থনীতিবিদ টেড কাভাডাস। মঙ্গলবার তারই আগাম আভাস পাওয়া গেছে সিমেন্সের ঘোষণায়।

Source – Amader somoy.

About Author

Business Bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.